আমাদের স্লোগান
“ঐক্যের বিকল্প নেই
সকলে মিলে এক হই”
আমাদের লক্ষ্য
আমরা সবাই সদা সর্বদা সততা
ও ন্যায়ের পক্ষের উদীয়মান সৈনিক
“ঐক্যের বিকল্প নেই
সকলে মিলে এক হই”
আমরা সবাই সদা সর্বদা সততা
ও ন্যায়ের পক্ষের উদীয়মান সৈনিক
সেতাবগঞ্জ পৌরসভাটি জমিদার সিতাব চাঁন নাহার এর নামে নামকরণ করা হয়। সেতাবগঞ্জ পৌর হাটটি রংপুর বিভাগের অন্যতম বৃহত্তম হাট। এ হাটটি প্রতিষ্ঠাকালে কুমিরের খেলা দেখানো হত। কুমিরকে স্থানীয়ভাবে বোঁচা বলা হয়। এই বোঁচা থেকেই আমাদের উপজেলার নামকরণ হয়, বোচাগঞ্জ।
সময়ের পরিক্রমায় উন্নত শিক্ষা অর্জনের জন্যে আর জীবন জীবিকার তাগিদে বোচাগঞ্জের মানুষ ৮০ দশকের পর থেকে ঢাকামূখী হতে থাকে। বোচাগঞ্জের অনেক সন্তানই আজকে এই শহরে প্রতিষ্ঠিত এবং দেশব্যাপী তারা তাদের কাজের জন্য প্রশংসিত। উন্নত শিক্ষা শেষে অনেকে আবার দেশের বাহিরে নিজেদের প্রতিষ্ঠিত করে আমাদের মুখ উজ্জ্বল করেছে। শিক্ষা সংস্কৃতি ছাড়াও ইদানিং খেলাধুলাতেও বোচাগঞ্জের ছেলে মেয়েরা দেশের হয়ে প্রতিনিধিত্ব করছে।
ঐক্যবদ্ধ বোচাগঞ্জ কল্যান সমিতি-ঢাকা সেই সকল সন্তানদের একটি প্রচেষ্টা যারা বোচাগঞ্জের মাটিতে জন্মগ্রহন করেছেন আর এখন ঢাকা বা এর আশে পাশের জেলাগুলোতে স্থায়ী হয়েছেন। এই ঐক্যের ডাক আমাদের সকলের একাত্ব হবার ডাক, বোচাগঞ্জের উন্নয়নে নিজেদের সম্পৃক্তের ডাক। এই ডাক শুধুমাত্র ভালো কাজের ডাক। এখানে নেই কোন ধর্ম বিভেদ, নেই কোন বর্ণবাদ; শহর কিংবা গ্রামের। ঐক্যবদ্ধ বোচাগঞ্জ তাদের সকলের সাথে আছে যারা সমাজের জন্য ভালো কিছু করতে প্রতিশ্রুতবদ্ধ। মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি, হানাহানি ও অন্যের ক্ষতি করে এমন সকল অসামাজিক কর্মকান্ড ঐক্যবদ্ধ বোচাগঞ্জ কল্যান সমিতি-ঢাকা ঐক্যবদ্ধভাবেই নিরুৎসাহিত ও প্রতিহত করে ।
ঢাকা ও এর আশেপাশের শহরে বসবাসকারী বোচাগঞ্জ উপজেলার শিক্ষার্থী, তরুণ, যুবক, পেশাজীবি ও রাজনিতীবিদ যে কেউ এই সমিতির সদস্য হতে পারেন।
ঐক্য, বন্ধুত্ব, মানবতা, শান্তি, ও উন্নয়ন – এই মূলনীতিতে আমরা প্রতিজ্ঞাবদ্ধ। “ঐক্যের বিকল্প নেই – সকলে মিলে এক হই” এই স্লোগানকে সামনে রেখে আমরা সবাই সদা সর্বদা সততা ও ন্যায়ের পক্ষের উদীয়মান সৈনিক।
"ঐক্যের বিকল্প নেই - সকলে মিলে এক হই"
সম্মানিত ঢাকাস্থ বোচাগঞ্জবাসী,
আসসালামু আলাইকুম।আমরা অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে, আগামী ০৭ ফেব্রুয়ারি ২০২৫, শুক্রবার ঐক্যবদ্ধ বোচাগঞ্জ কল্যাণ সমিতি-ঢাকা'র আয়োজনে বনভোজনের আয়োজন করা হয়েছে।
স্থানঃ সাফারি পার্ক। গাজীপুর।
রেজিষ্ট্রেশন ফি সকলের বাধ্যতামূলক।
রেজিষ্ট্রেশন ফিঃ
পেশাজীবি ও অন্যান্য - ১২০০.০০ টাকা মাত্র ।
শিক্ষার্থী - ১০০০.০০ টাকা মাত্র ।
বাচ্চা (৫ বছর থেকে ১০ বছর পর্যন্ত), ড্রাইভার, হেল্পিং হ্যান্ড -৮০০.০০ টাকা মাত্র ।
ফি প্রদান করে অবশ্যই আপনার রেজিষ্ট্রেশন নিশ্চিত করুন। রেফারেন্স এ আপনার নাম লিখুন, এবং কল দিয়ে কনফার্ম হয়ে নিন।
রেজিস্ট্রেশন করার শেষ তারিখ: ০৪ ফেব্রুয়ারি ২০২৫
রেজিস্ট্রেশনের জন্য নিম্নত্ত নাম্বারে যোগাযোগ করুন
নাঈম সালাউদ্দিন: ০১৯৭০-০১৭৭১১ (বিকাশ)
মোঃ রাশেদ:০১৭১৩-০৬৯৯১৫ (বিকাশ)
বাড়িউজ্জামান বাবলা:০১৭৫৫-১৬৭৪১৫ (বিকাশ,নগদ, রকেট)
ধন্যবাদান্তে
সভাপতি ও সাধারণ সম্পাদক ।
ঐক্যবদ্ধ বোচাগঞ্জ কল্যাণ সমিতি-ঢাকা